Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

দু:স্থ কৃষক পরিবারকে অন্ন,বস্ত্র ও অর্থ সাহায্য ।

দু:স্থ কৃষক পরিবারের হাতে অন্ন,বস্ত্র ও অর্থ সাহায্য হিসাবে তুলে দিল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি দুই ব্লক কিষান খেতমজুর সেল।

সংগঠনের ব্লক সভাপতি পবন কুমার বারুই বলেন শনিবার সন্ধ্যায় একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা ছিল। আলোচনায় এলাকার দু:স্থ কৃষক পরিবারের মায়েরা যোগদান করেছিলেন। তাদের হাতে সাধ্যমত অন্নবস্ত্র ও সামান্য অর্থ তুলে দেওয়া হয়।

তিনি বলেন প্রতিজ্ঞাবদ্ধ যে যতদিন সংগঠনের দায়িত্বে থাকবেন বা ক্ষমতা অনুযায়ী দুস্থ পরিবারদের সাহায্য করবেন। মমতা ব্যানার্জি যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবেন।

Related News

Also Read