মেষ: আজ খেলাধুলো আপনাকে চনমনে রাখবে। কোনও নতুন বিনিয়োগের আগে সবকিছু যাচাই করুন। নতুন প্রেম আসতে পারে। বিবাহিতদের দাম্পত্যসুখ। আপনার কাজের কৃতিত্ব অন্যকেউ নিয়ে নিতে পারে। তাই সাবধান থাকুন।
বৃষ: নতুন উদ্যম নিয়ে কাজ করলে আজ সফলতা পাবেন। ব্যবসায় নিজের সিদ্ধান্তের উপর ভরসা রাখুন। কারও দ্বারা প্রভাবিত হবেননা। আজ বেশ কিছুটা সময় অবসর কাটাতে পারবেন পরিবারের সাথে।
মিথুন: আজ বন্ধুদের কাজে সাহায্য করে প্রশংসা পেতে পারেন। ভ্রমণে গেলে সাবধান থাকুন। মূল্যবান কিছু হারাতে পারেন। নিজের বেহিসেবি জীবনযাত্রার বদল প্রয়োজন। মেজাজ ঠিক না রাখলে আজ অফিসে সমস্যা হতে পারে।
কর্কট: দীর্ঘদিনের সমস্যা আজ মিটে যেতে পারে। ব্যয়ে নিয়ন্ত্রণ আনুন নাহলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন।আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। ভাই বা বন্ধুদের সহায়তায় কার্যোদ্ধার হবে। পরিবারের সাথে আনন্দে সময় কাটবে আজ।
সিংহ: আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক লেনদেনের ব্যাপারে সাবধান হোন। কর্মক্ষেত্রে আজ উদ্যমের প্রয়োজন। তবে যোগাযোগের অভাবে দাম্পত্য সম্পর্কে হতাশা আসতে পারে। পরিবারকে সময় দিন।
কন্যা: ভবিষ্যতের কথা ভেবে আজ থেকেই সঞ্চয় শুরু করুন। আজ কোনও কারণে বিপদে পড়তে পারেন। নিজের ভুল থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা নিন। বাড়ির কাজ গুরুত্ব সহকারে শেষ করুন।
তুলা: আজ কোনও ব্যক্তির পরামর্শে আপনার ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি সকলের দৃষ্টি আকর্ষণ করবেন। সমস্ত কাজে সময়কে গুরুত্ব দিন। পরিবার এবং জীবনসঙ্গীর সাথে আনন্দে সময় কাটবে।
বৃশ্চিক: আজ শরীর ভালো থাকবে। প্রিয়জনের সাথে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। অকারণ ব্যয় আপনাকে হতাশ করতে পারে। কর্মক্ষেত্রে নিজের ভাবনা সঠিকভাবে সকলের কাছে তুলে ধরতে পারলে লাভবান হবেন।

ধনু: আজ দিনের শুরুটা হবে একরাশ আত্মবিশ্বাস দিয়ে। ঘরেতে অতিথি আগমনে পুরানো বিদ্বেষের অবসান। কেনাকাটায় ব্যস্ত থাকবেন সারাদিন। সন্ধ্যায় অনর্থক খরচে বিরক্তি আসতে পারে।
মকর: অধৈর্য হওয়ায় অসংযত আচরণে সম্পর্কে ফাটল ধরতে পারে নিকট মানুষের সাথে। অকারণ খরচ থেকে আজ বিরত থাকুন। কর্মক্ষেত্রে দক্ষতার জন্য প্রশংসা পাবেন। আজ নির্জনে থাকুন। মনে শান্তি পাবেন।
কুম্ভ: আপনার কর্মদক্ষতা আজ কাজে আসবে। ঋণ নেওয়া এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে সময় কাটবে আজ।আটকে থাকা কাজগুলি আজ হয়ে যাবে। ভ্রমণ সংক্রান্ত নথি গুছিয়ে রাখুন।
মীন: আজ আত্মসম্মান নিয়ে সকলের সাথে মিশুন। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। ভাই বোনেরদের সহায়তায় কার্যসিদ্ধি। নতুন প্রকল্প শুরু করার ক্ষেত্রে আজ পরিবেশ অনুকূল।






