প্রদীপ কুমার মাইতি:-তৃনমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জীকে তার নাম না করে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অদজিকারী। চন্ডীপুরে দীপক ঘোষের বই প্রসঙ্গে টেনে বললেন, আমার বাবার নাম তো অমিত ব্যানার্জী নয় রণজিৎ ঘোষ।
কেষ্ট আর পার্থকে ফাইভ স্টার বেনিফিট দিচ্ছে, এর পরে ওদের দিল্লিতে যেতে হবে।তিহারে থাকতে হবে। ভোর ৫টায় রোল কল করতে হবে।
শুভেন্দু বলেন আমার ওপর তো রাজনৈতিক আক্রমণ ছেড়ে ব্যাক্তিগত আক্রমণ শুরু হয়েছে।এর পরেই নাম না করেই মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করে বলেন একজন পূর্ব মেদিনীপুর এসে বলেছিল গুলি করা উচিত ছিল।অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করেন মাকাল ফল বলেন।
শুভেন্দু বলেন কয়লা তলামুল ভাইপো ব্যানার্জী,একটাই পরিচয় পিসির ভাইপো, তোর নাম বলবো কেন? কে হরিদাস পাল রে? আমাকে আক্রমণ করতে গেছিল আমি দীপক ঘোষের বই দেখিয়ে দিয়েছি,আর দীপক ঘোষের বই ২ কোটি লোক পড়ে নিয়েছে,*বলছে আমার বাবার নাম তো অমিত ব্যানার্জী নয় রণজিৎ ঘোষ* ।
শুভেন্দুর দাবি লোক এখন বাড়িতে বাড়ীতে বলছে করতে গেছিল এক আর উল্টো হয়ে গেছে। ডোন্ট টাচ মির ব্যাখ্যা দিলেন শুভেন্দু,মহিলা পুলিশ কে ধাক্কা দিলে আমার বিরুদ্ধে কেস হতো।
আরমান ভোলার প্রেস মিট সম্পর্কে বলেন হলদিয়ার কোন হরিদাস তাকে কেউ চেনেনা ও বিজেপির কেউ না,তাকে খড় কুটোর মত আকড়ে ধরে বাঁচতে চাইছে,পারবেনা ভেসে যাবে।