স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনী-র উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি জুনিয়র হাই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এবং মাদ্রাসা গুলিতে ডায়াবেটিস প্রতিরোধের সচেতনতার প্রসার শুরু হয়েছে ।

সারা সেপ্টেম্বর মাসজুড়ে পুষ্টি মাস হিসেবে বেশ কয়েকটি স্কুলে পুষ্টি সংক্রান্ত কুইজ, ছবি আঁকা, শপথ,সচেতনতা রেলি মধ্য দিয়ে পুষ্টি মাস পালন করলো।

হলদিয়া গভমেন্ট স্পন্সড হাই স্কুল, বসন্তিয়া হাই স্কুল, পাউশি বৈকুণ্ঠ স্মৃতি মিলনী বিদ্যাপীঠ। নুন হন্ড মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। গোপালনগর কে কে ইনস্টিটিউট, রামনগর বালিকা বিদ্যালয়, ঠাকুরনগর নন্দা মহিলা বিদ্যাপীঠ প্রভৃতি।

Post Views: 53





