Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। টাটা স্টিল ম্যারাথনে বাংলার দুই তারকা ঝুলন গোস্বামী ও শুভশ্রী গাঙ্গুলি ।।

ইন্দ্রজিৎ আইচ :- ” নতুন জোশ – নতুন রান ” এই হলো এবারের টাটা স্টিল কলকাতা ম্যারাথন ২৫ কে এর এবারের ট্যাগ লাইন। আগামী ১৮ ডিসেম্বর রবিবার ভোর ৬ টায় কলকাতা মেও রোড ও রেড রোড সংযোগস্থলে অনুষ্ঠিত হবে এই টাটা স্টিল ম্যারাথন ।


গ্র্যান্ড হোটেলে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এই দুই তারকা এবারের এই টাটা ম্যারাথন এর মূল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তারা এই দৌড়ে অংশ নেবেন। থাকবেন আরো অনেক বিখ্যাত ব্যাক্তিবর্গ।


সাংবাদিক সম্মেলনে ঝুলন ও শুভশ্রী জানালেন আমরা এই প্রথমবার এই ম্যারাথন এ অংশ নিচ্ছি। দারুন লাগছে এই টাটার আমন্ত্রণে এখানে এসে। এই ম্যারাথন এ ১৫০০০ হাজার মানুষ অংশ নেবেন। ছোটরা ছাড়া মহিলা থেকে পুরুষ সব বয়সের মানুষ এই দৌড়ে অংশ নেবেন। আমরা আসছি। আপনারাও আসুন।


এই সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান আর্মির প্রধান ব্রিগেডিয়ার আর কে সিং,
কলকাতা করপোরেশন এর মেয়র পারিষদ ও বিধায়ক দেবাশিস কুমার, কলকাতা পুলিশ এর জয়েন্ট কমিশনার সন্তোষ কুমার পান্ডে , টাটা স্টিল এর ভাইস প্রেসিডেন্ট চানক্য চৌধুরী ,এবং এই ম্যারাথন এর বিভিন্ন বিজ্ঞাপনের প্রতিনিধিগণ।

Related News

Also Read