Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

পটাশপুর-২ ব্লকের পঁচেটে বিজেপির যুব মোর্চার দুই নেতা সহ ২৩ জনের তৃণমূলে যোগদান

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের পঁচেট পঞ্চায়েতে যুব মোর্চার সভাপতি সোমনাথ দাস ,বুথ সভাপতি কালীপদ দাস সহ ২৩ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের যোগদান করল। বুধবার অঞ্চল তৃণমূলের সাংগঠনিক সভায় এদের সঙ্গে আরও যোগদান করেন তপন পাত্র, বাবলু জানা, শংকর মালি, বৃন্দাবন জানা, সুকুমার জানা প্রমুখ ২৩ জন।

সভায় পৌরহিত‍্য করেন অঞ্চল তৃণমূল সভাপতি ফনিন্দ্রনাথ শীল। দলে নবাগতদের দলীয় পতাকা তুলে দিয়ে অভিনন্দন জানান কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযুষ কান্তি পন্ডা, বিধায়ক ও সভাধিপতি উত্তম বারিক, সাংগঠনিক জেলা মুখপাত্র অপরের সাঁতরা ,দলের যুব সভাপতি তথা পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি ,প্রাক্তন উপপ্রধান ও অঞ্চল সহ-সভাপতি প্রণব কর প্রমুখ‌। প্রসঙ্গত গত মঙ্গলবার কাঁথি বিজেপির দলীয় কার্যালয়ে এই অঞ্চলের প্রাক্তন সভাপতি নীলমাধব দাস অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। যোগদান করে জানান “তৃণমূলের জন্ম লগ্ন থেকেই তিনি যুক্ত ছিলেন। বর্তমান তৃণমূল কংগ্রেস দুর্নীতি ,চাকরি চুরি ও সন্ত্রাস কলুষিত হয়ে পড়েছে। স্থানীয় স্তরে উন্নয়ন থমকে যাওয়া এবং রাজনৈতিক হিংসা বৃদ্ধির কারণে পটাশপুরের ক্ষুব্ধ মানুষ ও কর্মীরা বিজেপিতেই ভবিষ্যৎ দেখছেন” বলে মন্তব্য করেন। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতে সেই এলাকা থেকেই যুব মোর্চার সভাপতি ও বুথ সভাপতি তৃণমূলকেই ভরসা করে দলে যোগদান করে জানায় চলতি সপ্তাহের শেষে আরো ২৫ জন কে দলে আনবেন বলে আশ্বাস দেন। বিজেপি র গোষ্ঠী কোন্দল ও কোনো উন্নয়নী চিন্তা ভাবনা না থাকার কারণে এলাকায় উন্নয়ন এর জন্য যোগদান বলে জানিয়েছেন যোগদানকারীগন।

Related News

Also Read