ফ্যামেলি কোর্ট নিয়ে কাঁথি আদালতে আইনজীবী সহ লিটিগ্যান্ট ব্যাক্তিদের মধ্যে অসন্তোষ,দিশেহারা অবস্থার পরিস্থিতি দেখা দিয়েছে। এ নিয়ে কাঁথি আদালতে আইনজীবী সংগঠনের পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা হয় তমলুকে ফ্যামিলি কোর্ট হওয়ার কারণে সাধারণ নির্যাতিত, নিপীড়িত মানুষজন দের ভোগান্তির শিকার হতে হবে। ঐসব মামলাকারী কোনো না কোনো ভাবে তার অধিকার থেকে বঞ্চিত হয়ে স্থানীয় আদালতে তার অধিকার আদায়ে সোচ্চার হোন, কিন্তু ন্যায় বিচার পাওয়ার জন্য একপ্রান্ত থেকে বহু দূরে আরেক প্রান্তে প্রায় ১০০-১৫০ কিলোমিটার দূরে অবস্থিত আদালতে হাজির হতে তাঁহারা আরেকটি হয়রানির শিকার হতে হয়, তাহলে বিচারের নামে প্রহসন করার উদ্যোগ বলে মনে হয়। এ নিয়ে সাধারণত ভুক্তভোগী মহিলাদের মধ্যে চরম উদ্বিগ্নতা দেখা যাচ্ছে।
উল্লেখ ফ্যামেলি কোর্টে ডিভোর্স, ভরোনপষোন, দাম্পত্য জীবন, শিশুদের আইনি অধিকার সহ ঐ সন্ক্রান্ত বহু মামলার বিচার হবে

