Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

বিদ্যুৎ গ্রাহকদের কর্মশালা ও মতবিনিময় সভা থেকে ‘গ্রাহক প্রতিরোধ কমিটি’ গঠন করে আন্দোলনের ডাক।

পঃ বঃ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড কর্তৃক সাম্প্রতিক বিদ্যুৎ এর মিনিমাম চার্জ তিনগুন ও ফিক্সড চার্জ দ্বিগুন বৃদ্ধির বিরুদ্ধে এবং স্মার্ট প্রিপেড মিটার লাগানোর চক্রান্ত রুখতে রাজ্য জুড়ে যে দীর্ঘস্থায়ী আন্দোলন চলছে, তার বর্তমান পর্যায়ে বিভিন্ন এলাকায় গ্রাম ভিত্তিক “গ্রাহক প্রতিরোধ কমিটি” গড়ে তোলার লক্ষ্যে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)’র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্দ্যোগে আজ মেছেদা বিদ্যাসাগর হলে বিদ্যুৎ গ্রাহকদের কর্মশালা(ওয়ার্কশপ) ও প্রীতি বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব নীরেন কর্মকার, জেলা সভাপতি অধ্যাপক জয়মোহন পাল, সম্পাদক প্রদীপ দাস, অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ।
সুব্রতবাবু তার বক্তব্যে বন্টন কোম্পানির নানা তুঘলকি সিদ্ধান্ত তুলে ধরে বলেন,স্মাটলি লুঠ করার লক্ষ্যে কোম্পানি জোরপূর্বক স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্ত করছেন। যে কোন মূল্যেই তা রুখতে হবে। সভা থেকে ২৩ নভেম্বর বিদ্যুৎ দপ্তরের জেলা আধিকারিক তমলুকের রিজিওন্যাল ম্যানেজার দপ্তর অভিযানের ডাক দেওয়া হয়।

Related News