
সালফিউরিক অ্যাসিড উৎপাদন শুরু হলো হলদিয়া রিফাইনারিতে। ভারতের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহরের হলদিয়া রিফাইনারিতে প্রথম ওয়েট সালফিউরিক অ্যাসিড প্ল্যান্টের সূচনা করা হল।

অ্যাসিড উৎপাদনের কনসাইনমেন্ট সূচনা করেন ইন্ডিয়ান ওয়েলের চেয়ারম্যান এসএম বৈদ্য।সোমবার ভার্চুয়াল মোডে এই সূচনা অনুষ্ঠানে বৈদ্য ছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ওয়েলের ডিরেক্টর ভি সতীশ কুমার, শুক্লা মিস্ত্রি, আর কে মহাপাত্র, হলদিয়া রিফাইনারি প্লান্ট হেড মিস্টার অতনু সান্যাল, হিমাংশু রঞ্জন প্রমুখ আধিকারিক।

আগামী ২০৪৬ সালের মধ্যে নেট জিরো নির্গমন পদ্ধতিতে পরিবেশের সবুজয়ানকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার । সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে হলদিয়া রিফাইনারি একটি মাইলফলক অর্জন করল বলে পরিবেশবিদরা মনে করছেন।
এইচটু এস এইচটুএস এসিড গ্যাস থেকে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করে একটি সার্বজনীন বিপণনযোগ্য রাসায়নিক অ্যাসিড তৈরি হয়। এই পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করে বিপণনযোগ্য করতে জ্বালানি কম খরচ হয়। এতে জ্বালানি তেলের খরচ বছরে ১২০০০ টন কমবে ।






