Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

রক্তদান ও সচেতনতা শিবির

সামাজিক দায়বদ্ধতা ও মানুষের মধ্যে একে অপরের প্রতি সুসম্পর্কের অন্যতম মেলবন্ধন হল রক্তদান। সোমবার কাজী নজরুলের ১২৬ তম জন্ম দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে এ বি সি ডি’ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হয়। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতা মূলক আলোচনা হয়।

ক্লাব এ বি সি ডি’ র উদ্যোগে কাঁথি মহকুমা হাসপাতালের সহযোগিতায় ৩৯ জন পুরুষ ও ১২জন মহিলা রক্ত দান করেন। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে রক্তদানের প্রয়োজনীয়তা এবং সচেতনতা সম্পর্কে আলোকপাত করেন ক্লাবের অন্যতম কর্ণধার, শিক্ষক ও আজকের রক্তদাতা অনিন্দিত দাস । তিনি বলেন বর্তমানে এই গরমকালে রক্তের প্রয়োজনীয়তা বেশি ।হাসপাতালগুলোতে রক্তের সংকটে থ্যালাসেমিয়া সহ অন্যান্য দুরারোগ্যে মানুষের রক্তের প্রয়োজন বেশি। রক্তদানের মাধ্যমে মানুষ একে অপরের জীবন বাঁচাতে যেমন সাহায্য করে তেমনি একে অপরের প্রতি দায়বদ্ধ ও বন্ধুত্বের মেলবন্ধন ঘটাতে পারে। তাই রক্তদানের গুরুত্ব অপরিসীম ।মানুষের মধ্যে সামাজিক এবং রাজনৈতিক বিভাজন দূর করে ।এই রক্তদান শিবিরের মাধ্যমে মানুষের ঐক্যকে আরো দৃঢ় ,মজবুত করে তুলবে। ক্লাব এ বি সি ডি সারা বছর ধরে খেলাধুলা সহ নানান সমাজসেবা মূলক কাজের নিদর্শন সৃষ্টি করে। সুস্থ সংস্কৃতির পরিবেশ সৃষ্টি করায় এই ক্লাবের উদ্দেশ্য । রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের যুব সম্পাদক রাম পন্ডা ও গোপাল মহাপাত্র ,রীতা জানা,সৌরভবিকাশ রায় সহ অন্যান্য রক্তদাতা ক্লাব সদস্য গন।

Related News

Also Read