Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

সমুদ্রসাথী প্রকল্প চালুর দাবি মৎস্যজীবীদের

আগামীকাল থেকে সামুদ্রিক ক্ষেত্রে ব্যান পিরিয়ড শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার ব্যান পিরিয়ডে জীবিদের সহায়তার জন্য সমুদ্রসাথী প্রকল্প ঘোষণা করে ছিল ২০২৪ সালে। কিন্তু ঘোষণাই সার এই প্রকল্প আজোও দিনের আলোর মুখ দেখেনি।

 

পশ্চিমবঙ্গ সরকারের এই তঞ্চকতার প্রতিবাদে পোস্টারিং কর্মসূচি গ্রহণ করেছে মৎস্যজীবীরা। এই পোস্টার পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ছড়িয়ে দেওয়া হবে।

সোমবার দুপুরে পোস্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলে। উদ্বধনী অনুস্ঠানে ন্যাশনাল ফেডারেশন অফ স্মল-স্কেল ফিশওয়ার্কাস এর সভাপতি শ্রী প্রদীপ চ্যাটার্জি বলেন রাজ্য সরকার ব্যান পিরিয়ডে প্রতিমাসে ৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু একটি ব্যান পিরিয়ড কেটে গেলেও মৎস্যজীবীরা এই প্রকল্পের কোন সুবিধা পায়নি । যার কারনে আমরা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে । পোস্টারিংয়ের মাধ্যমে আমরা রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদ জানাবো।

Related News

Also Read