Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

এক বছরেও নির্বাচন হয়নি হলদিয়া পৌরসভার,প্রতিবাদে কংগ্রেস।

বুধবার হলদিয়ার হাতিবেড়‍্যায় অবস্থিত গান্ধী ভবনে হলদিয়া শহর কংগ্রেসের একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি প্রাক্তন সাংসদ ডঃ লক্ষ্মণ শেঠ, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি মানস করমহাপাত্র, বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রনব দাস, সভাপতিত্ব করেন হলদিয়া শহর কংগ্রেসের সভাপতি আবু সালেম মোল্লা।

জনগনের প্রাপ‍্য পরিষেবা এবং অবিলম্বে পুরসভার নির্বাচনের দাবিতে আগামী ৪অক্টোবর হলদিয়া পৌরসভায় সামনে বিক্ষোভ ও গন ডেপুটেশনের কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয় এই সভায়।

Related News

Also Read