চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার জিতেছেন সুইডেনের জিনতত্ত্ববিদ সান্তে পেবো । মানবজাতির বিবর্তন নিয়ে তাঁর যুগান্তকারী আবিষ্কারের জন্য তাঁকে এই শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হয়।
বিলুপ্ত হোমিনিনসের জিনোম এবং মানবজাতির বিবর্তন নিয়ে গবেষণা করে এই স্বীকৃতি পাবোর। পাবেন ১ কোটি সুইডিশ ক্রাউনস। ভারতীয় মুদ্রায় প্রায় সাত কোটি ৩৬ লক্ষ ৫৩ হাজার ৭০৫ টাকা।
বর্তমান মানব প্রজাতির আর এক পূর্বসূরি হোমিনিন নিয়েও গবেষণা করেছেন এই সুইডিশ বিজ্ঞানী। গবেষণায় তিনি জানতে পেরেছেন, ওই বিলুপ্ত প্রজাতি থেকে জিন ট্রান্সফার হয়েছে বর্তমান মানব প্রজাতির শরীরে।
সান্তে পেবো আবিষ্কার করেছে প্যালিওজিনোমিক্স। এর সাহায্যে প্রাচীণ যুগের মানুষের জিনের সঙ্গে বর্তমান মানুষের জিনের তফাৎ স্পষ্ট করা যায়। আর সেই তফাতই প্রতিটি মানুষকে একে অপরের থেকে আলাদা করে। উল্লেখ্য, ১৯৮২ সালে সান্তো পেবোর বাবা সুনে বার্গস্টর্মও চিকিৎসাবিদ্যায় নোবেল পেয়েছিলেন।