এগরা ২ ব্লকের বিবেকানন্দ পঞ্চায়েতের দাউদপুর ও কমলপুরে সাড়ম্বরে পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তার কাজের উদ্বোধন হয় বুধবার । দীর্ঘদিনের দাবী মেনে কমলপুরে ১১ লক্ষ ৪৯ হাজার ৭৯১ টাকা ব্যায়ে ৫০০ মিটার রাস্ত এবং ৪৪ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যায়ে দাউদপুরে ১৪০০ মিটার রাস্তা তৈরীর সূচনা হয়।
নারকেল ফাটিয়ে পূজো করে রাস্তার কাজের উদ্বোধন করেন এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি। উদ্বোধক সংবাদ মাধ্যমকে জানান
পথশ্রী প্রকল্পে এই ঢালাই রাস্তা তৈরী হচ্ছে, এলাকার মানুষের দাবীকে মান্যতা দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বিবেকানন্দ অঞ্চল সভাপতি বিমল জানা,সমাজসেবী
মানিক মহাপাত্র, এগরা ২ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি সেক রেজাউল হোসেন প্রমুখ।

Post Views: 22