Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। আন্দোলনের পথে বিদ্যুৎ গ্রাহক সংগঠন ।।

কয়লার দাম কমার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ এর দাম ৫০ শতাংশ কমানো,অন্যান্য কয়েকটি রাজ্যের মত এ রাজ্যে কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবীতে,জনস্বার্থবিরোধী বিদ্যুৎ আইন-২০০৩(সংশোধনী বিল-২০২২)’র বিরুদ্ধে,স্মার্ট প্রিপেড মিটার চালুর প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)’র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আজ মেচেদা বিদ্যাসাগর স্মৃতি ভবনের রোকেয়া হলে বিদ্যুৎ গ্রাহকদের এক বর্দ্ধিত সভা অনুষ্ঠিত হয়।


সভায় মুল বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সম্পাদক সুব্রত বিশ্বাস। সভায় উপস্থিত ছিলেন জয়মোহন পাল,প্রদীপ দাস,নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ।

সভায় বিদ্যুৎ আইন-২০০৩(সংশোধনী বিল-২০২২) সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সুব্রতবাবু তার বক্তব্যে জনস্বার্থবিরোধী এই বিলের বিরুদ্ধে সর্বস্তরের গ্রাহকদের এগিয়ে আসার আহ্বান জানান।

সভা থেকে ৮-৯ এপ্রিল, ,মধ্যপ্রদেশের ভুপালে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে বিদ্যুৎ গ্রাহকদের প্রথম সর্বভারতীয় সম্মেলনের প্রস্তুতিতে নানা কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়।

Related News

Also Read