উত্তর বঙ্গের নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সোমবার প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী দেওয়ার সময় তৃণমূলের দুষ্কৃতকারী বাহিনীর দ্বারা ভারতীয় জনতা পার্টির সাংসদ খগেন মুর্ম ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কে নির্মম ভাবে আক্রমণ করে।

তার প্রতিবাদে কাঁথি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাঁথি খড়গপুর বাইপাসে এক ঘণ্টার পথ অবরোধ করে প্রতিবাদ জানানো হলো। এই পথ অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ড. চন্দ্র শেখর মন্ডল, জেলা নেতৃত্ব মুনমুন দাস,প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি, নবীন প্রধান, অসীম মিশ্র, প্রবিত্র প্রধান, ধীরেন্দ্র নাথ পাত্র, কাউন্সিলর তাপস দলাই ও সুশীল দাস, মন্ডল সভাপতি উমেশ প্রধান, নিরঞ্জন জানা সহ জেলার ও দক্ষিণ কাঁথি বিধানসভার অন্যান্য নেতৃত্ব।

দাবি জানানো হয় দুষ্কৃতকারীদের গ্রেপ্তার এবং শাস্তির। ত্রাণ সামগ্রী বিতরণে সাংসদ বিধায়ক ও নেতাকর্মীদের বাধা দেওয়ার চলবেনা। একাধিক দাবিতে সোচ্চার হয় বিজেপি নেতৃত্ব।





