সীট রিজার্ভ থাকা সত্ত্বেও তাতে বসার অধিকার নেই ! অধিকার নেই কারন তৃণমূল কর্মীদের দৌড়াত্ব।আগামীকাল ২১ জুলাই,তৃনমূলের শহীদ দিবস।সেই অনুষ্ঠানে যোগ দিতে তৃনমূল কর্মীদের লম্বা লাইন । রিজার্ভ সিটে বসতে না পেয়ে চরম হয়রানি মুখে পড়তে হলো রেল যাত্রীদের। প্রতিবাদ করলে জোটে দুর ব্যবহার। ঘটনায় ক্ষুব্ধ রেল যাত্রীরা প্রীতিবাদ জানিয়ে রেল ট্রাকে নেমে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার এই ঘটনাটা পুরুলিয়া রেল স্টেশনে।
গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পরেন রেল যাত্রীরা। প্রতিবাদ জানিয়ে ট্রেনের ইঞ্জিনের সামনে দাড়িয়ে বিক্ষোভ দেখান তাঁরা । ঘটনায় হাওড়া- পুরুলিয়া রুপসি বাংলা এক্সপ্রেস ট্রেনটি প্রায় ২৫ মিনিট বেশি সময় দাড়িয়ে পড়ে। ঘটনা ঘিরে পুরুলিয়া রেল স্টেশন জুড়ে চাঞ্চল্য ছড়ায়।
অবশেষে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। সংরক্ষিত কামরার টিকিট থাকা যাত্রীদের বিকল্প কামরায় আসনের ব্যাবস্থা করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
প্রসঙ্গত আগামী কাল কোলকাতায় ২১জুলাই তৃণমূলের শহীদ সভা।আর সেই সভায় যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়া রেল স্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেসের রিজার্ভেশন কোচে চেপে ভিড় জমান তৃণমূল কর্মীসমর্থকরা।

