Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

আজ কেমন যাবে আপনার

মেষ রাশি

 

ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন।

 

বৃষ রাশি

 

ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে।

 

মিথুন রাশি

 

বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। প্রেমে বিবাদ বাধতে পারে।

 

কর্কট রাশি

 

ব্যবসায় চাপ বাড়লেও আয় বৃদ্ধি পাবে। বুদ্ধির দোষে কোনও কাজ পণ্ড হতে পারে।

 

সিংহ রাশি

 

কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। ব্যবসায় নিজের বুদ্ধিতেই আয় বাড়বে।

 

কন্যা রাশি

 

চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাধতে পারে।

 

তুলা রাশি

 

দাম্পত্য সম্পর্কে উন্নতির সময়। ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার।

 

বৃশ্চিক রাশি

 

বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে। কর্মস্থানে সম্মানহানির আশঙ্কা।

 

ধনু রাশি

 

খেলাধুলায় নাম করার ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন।

 

মকর রাশি

 

স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে।

 

কুম্ভ রাশি

 

একাধিক পথে আয় বাড়তে পারে। দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে।

 

মীন রাশি

 

আগুন থেকে বিপদের আশঙ্কা। সংসারের জন্য অনেক করেও বদনাম হবে।

Related News

Also Read