অপহরণের প্রায় আড়াই বছর বাদে নাবালিকা কে উদ্ধার করল এগরা থানার পুলিশ। অভিযোগ এগরা থানা এলাকার গত ২০২২ সালের ৮ জুলাই এক নাবালিকা নিখোঁজ হয়। খোঁজ না পেয়ে পরিবারের লোকেরা এগরা থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। সোমবার অপহৃতা নাবালিকাকে উদ্ধার করে। নাবালিকা উদ্ধার হলেও অপহরণকারী গ্রেপ্তার হয়নি।
অপহরণকারীকে গ্রেফতার করার জন্য পুলিশ তদন্ত জারি রেখেছে। মঙ্গলবার উদ্ধার হওয়া নাবালিকাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার গোপন জবানবন্দি গ্রহণ করেন।

Post Views: 22