Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। সাপের আতংকে গৃহবন্দী এগরার কয়েকটি গ্রামের বাসিন্দারা ।।

তীব্র গরমের মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লক এবং দুই নম্বর ব্লকের কিছু এলাকার মানুষদের সাপের উপদ্রবে নাজেহাল দশা। 

জানা গেছে এগরা এক নম্বর ব্লকের আর বি সি গ্রাম পঞ্চায়েত এবং দু’নম্বর ব্লকের দুবদা গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী প্রায় ৭ কিলোমিটার রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করতে হয় কয়েক হাজার মানুষকে। 

স্থানীয় মানুষদের অভিযোগ মাটির এই রাস্তার দুপাশে জঙ্গলে ভরা । ফলে প্রচণ্ড গরম সঙ্গে দক্ষিণা বাতাস সাপের উপদ্রব প্রচন্ড পরিমাণের বাড়ায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাঁদের । এলাকাবাসীর অভিযোগ প্রশাসনকে বারবার জানিয়েও কোন লাভ হচ্ছেনা । দিনের থেকেও বেশী আতংকে থাকতে হচ্ছে রাত্রে। আট থেকে আশি সব বয়সের মানুষেরা আতংকে প্রায় গৃহবন্দী। বর্ষা পড়লে সাপের উপদ্রব আরো বাড়ার আশংকায় এলাকাবাসী। 

Related News