আন্তর্জাতিক স্তরের স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাকশন এইড ও কাজলা জনকল্যাণ সমিতির সহযোগিতায় খেজুরি কিষান সসক্তি ফার্মাস প্রডিউসার কোম্পানির পরিচালনায় খেজুরি ১ নম্বর ব্লকের হেঁড়িয়া, লাখি ও টিকাশি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ২০ জন কৃষক ও কৃষানী এবং ২ টি ইকো ক্লাব সদস্যদের দেশীয় প্রজাতির বহুগুণ সম্পন্ন গাছ গাছালি অরণ্য সপ্তাহ ও লবনাম্বু উদ্ভিদ দিবস উপলক্ষে দশটি করে গাছের চারা ” বৃক্ষ দত্তক ” দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য বিমান নায়ক, লাখি গ্রাম পঞ্চায়েতের সদস্যা তাপসী গুড়িয়া ও কাজলা জনকল্যাণ সমিতির সুপারভাইজার লীনাদে প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন খেজুরি কিসান স্বশক্তি ফারমার্স প্রডিউসার কোম্পানির চেয়ারম্যান মনোরঞ্জন খাটুয়া ।
Post Views: 17