Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

ফেয়ার ফিল্ড এক্সলেন্স পরিবার ও করলদা নিমকবাড় সম্প্রীতি ক্লাবের যৌথ উদ্যোগে রক্তদান শিবির।

ফেয়ার ফিল্ড এক্সলেন্স পরিবার ও করলদা নিমকবাড় সম্প্রীতি ক্লাব ও পাঠাগারের যৌথ উদ্যোগে কাঁথি-৩ ব্লকের করলদা নিমকবাড় গ্রামে আজ একটি মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। “পাশে আছি” বার্তাকে সামনে রেখে গোটা জেলা জুড়ে রক্তদান আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ফেয়ার ফিল্ড এক্সলেন্স। একদিকে যেমন লিভিং ব্লাড ব্যাংকের মাধ্যমে প্রয়োজনের সময় ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে রক্তদান করে এই সংস্থার সদস্য ঠিক তেমনি বছরের বিভিন্ন সময়ে রক্তদান শিবিরেরও আয়োজন করে এই সংস্থা।

আজকের এই শিবিরটি ছিল নতুন বছরের তৃতীয় রক্তদান শিবির। শিবিরে ১১ জন মহিলা সহ মোট ৫৯ জন রক্তদাতা রক্ত দান করেন। কাঁথি মহকুমা ব্লাড সেন্টার এই শিবির থেকে রক্ত সংগ্রহ করেন। সম্প্রীতি ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক বাসুদেব সামন্ত, কর্মকর্তা নন্দ দুলাল সামন্ত, বিকাশ জানা,বাসুদেব জানা প্রমুখ। ফেয়ার ফিল্ড এক্সলেন্স উপস্থিত ছিলেন সভাপতি তেহেরান হোসেন,এফ. এফ. ই লিভিং ব্লাড ব্যাংক ইনচার্জ সুনীল দাস, কার্যকরী কমিটির সদস্য মোস্তাক আলী খান। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সম্প্রীতি ক্লাবের সম্পাদক বাসুদেব সামন্ত। বাসুদেব বাবু বলেন,” গঙ্গা মায়ের পুজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সম্প্রীতি ক্লাবের উদ্যোগে। গতকাল গঙ্গা মায়ের পূজার্চনার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আজ দ্বিতীয় দিন রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়।” এফ. এফ. ই লিভিং ব্লাড ব্যাংক ইনচার্জ সুনীল দাস বলেন,” রক্তদান একটি মহান দান।সম্প্রীতি ক্লাব পুজো উপলক্ষে একটি রক্তদান শিবির করার জন্য ওই ক্লাবের সকল সদস্য ও সকল রক্তদাতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

Related News

Also Read