Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

সুকান্ত মজুমদারকে প্রকাশ্যে চ্যালেঞ্জ অখিলের:বাপের ব্যাটা হলে গুলি চালিয়ে দেখ

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের আয়োজনে অনুষ্ঠিত বিজয়া সম্মেলনীতে রাজনৈতিক উত্তাপ ছড়াল প্রাক্তন মন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির মন্তব্যে। পানমান্ডির সভামঞ্চ থেকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে সরাসরি আক্রমণ করে অখিল গিরি বলেন, সুকান্ত মজুমদার যদি সত্যিই বাপের ব্যাটা হয়ে থাকো, একটা গুলি চালাও! দেখি তোমার কত বড়ো ক্ষমতা আছে। মুখে বড় বড় কথা বললেই হবে না, হিম্মত থাকলে দেখাও!

তাঁর এই মন্তব্যে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে সভাস্থলে। দলীয় কর্মীদের উল্লাসে সভা প্রাঙ্গণ গর্জে ওঠে। এই বক্তব্যের মাধ্যমে তিনি শুধু বিজেপি নেতাকে নয়, কার্যত গোটা বিরোধী শিবিরকেই একরকম প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বলে রাজনৈতিক মহলের অভিমত।

তৃণমূল কংগ্রেসের এই বিজয়া সম্মেলনীতে বহু তৃণমূল কর্মী-সমর্থকের ভিড় লক্ষ করা যায়। বক্তৃতা পর্বে অখিল গিরি একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন, কিন্তু সুকান্ত মজুমদারকে উদ্দেশ করে তাঁর এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

Related News

Also Read