Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

গোপালপুর ঝাউ বনে কিশোরীর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার

ঝাউবন থেকে কিশোরীর হাত-পা বাঁধা দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের কাঁথির জুনপুট থানার গোপালপুরে।জানা গেছে উদ্ধার হওয়া এই মৃতার নাম অর্চনা পণ্ডিত (১৫)। কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

যদিও মৃত্যুর ঘটনাটা সামনে আসতেই জুনপুট থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের প্রধান বিরোধো দল বিজেপি

 

গোপালপুর সমুদ্র উপকূলে ঝাউবনে ওই কিশোরীর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। হাত-পা বাঁধা পড়েছিল কিশোরী। গলায় ওড়না জড়ানো ছিল। জুনপুট থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে আসে পুলিশ। কিশোরীকে এখানে নিয়ে এসে মারা হয়েছে নাকি অন্য কোথাও খুন করে এখানে ফেলে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মৃতাকে তাঁরা চেনেন না বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ফলে তার বাড়ি ওই এলাকায় নয় বলে প্রাথমিকভাবে অনুমান করে পুলিশ।

 

পরে অবশ্য মৃতা কিশোরীর পরিচয় জানা যায়। তার বাড়ি কাঁথি থানার কাঁথি দুই দেশপ্রাণ ব্লকের সরদা গ্রাম পঞ্চায়েতের দূরমুঠ গ্রামে। শনিবার বিকাল ৩টা নাগাদ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এদিন তার দেহ উদ্ধার হয়েছে। এদিকে, গোপালপুরের মতো পর্যটন এলাকায় কিশোরীর হাত-পা বাঁধা দেহ উদ্ধারের পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related News

Also Read