প্রায় দুই বছর পরে ধানসিঁড়ি পেট্রো কেমিক্যালসের ক্যাজুয়েল শ্রমিকের বেতন চুক্তি সম্পন্ন হলো।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষনার পরে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় উদ্যোগী হয় প্রশাসন।কারখানা কর্তৃপক্ষকে সাথে নিয়ে শিল্পাঞ্চলে কর্মকান্ড আরো বৃদ্ধি ঘটানোর কথা বলেছিলেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।মধ্যিখানে কোন কন্ট্রাকটার থাকবেনা বলে হুশিয়ারি দিয়েছিলেন তিনি ।সেই প্রক্রিয়া শুরু হতেই দুই বছর ধরে আটকে থাকা বেতন চুক্তি বা চার্টাড অফ ডিমান্ড সম্পন্ন হওয়ায় খুশী শ্রমিকেরা।
শুক্রবার নবান্নে প্রেরিত লেবার কমিশনের ১২ সদস্যের কমিটির পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নেতৃত্বে ধানসিঁড়ি পেট্রো কেমিক্যালসে শ্রমিকদের বেতন চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর,বিভিন্ন কারখানার আধিকারিক এবং পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক কমিটি আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার প্রমূখ।






