Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

রামনগরে ও হলদিয়ায় বিজেপির একত্রে যাত্রা

ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেল জির ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রামনগর বিধানসভার , রামনগর বাজারে “এক ভারত আত্মনির্ভর ভারত” -এর লক্ষ্যে “একতা যাত্রা” হয় সোমবার। এই যাত্রায় অংশগ্রহণ করলেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী। ছিলেন দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, জেলা সভাপতি সোমনাথ রায়, জেলার সাধারণ সম্পাদক চন্দ্র শেখর মন্ডল সহ কাঁথি সাংগঠনিক জেলার অন্যান্য সম্মানীয় নেতৃত্ব ও রামনগর বিধানসভার সকল স্তরের কার্যকর্তা বৃন্দ।হলদিয়া বিধানসভা কমিটির উদ্যোগে সোমবার বিকালে দুর্গাচক সুপার মার্কেট থেকে মঞ্জুশ্রী মোড় পর্যন্ত একতা পদযাত্রা হয়। পদযাত্রায় অংশ নেন প্রায় হাজার খানেক মানুষ। উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা প্রমুখ।

Related News

Also Read