প্রদীপ কুমার সিংহ :- ব্যাগ দোকানে রং করবে সেই জন্যে পাশের দোকানে মালগুলো রেখে ছিল। বুধবার রাত্রে এগারটা সাড়ে এগারোটা পর্যন্ত দোকানে কাজ করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ছ়টায় এসে দেখে যে দোকানে মাল রেখেছিল সেই দোকান থেকে বেশিভাগ মাল চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর রেল গেটের রক্ষাকালী মন্দিরের পাশে ফিডার রোডে । দোকানের নাম ব্যাগ এন্ড গিফট সেন্টার।
ব্যাগের দোকানের মালিক রবিউল মিস্ত্রি সাংবাদিক কে বলেন নিজের দোকানে রং করবে বলে পাশের দোকানে ব্যাগ গুলো রেখে দিয়েছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ছটার সময় বাসের দোকানের দরজার চাবি খুলে দেখে কিছু মাল ছড়িয়ে ছিটিয়ে পরে আছে।ওই দোকানের ওপরে টিন দিয়ে ঢাকা ছিল সেই টিন খুলে ভেতরেই পিচবোর্ড ভেঙে প্রায় ৭০-৮০ হাজার টাকা ব্যাগ নিয়ে দুষ্কৃতি চম্পক দেয়। এই ব্যাপারে দোকানের মালিক বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ ওই দোকানে আসে দেখে দোকানের ভেতর কিছু ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং উপরে পিচবোর্ড ভাঙ্গা অনেকটাই। পুলিশ সব দেখেশুনে তদন্ত শুরু করে।