Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

রামনগরের নরিহা শিশু আলয় উদ্বোধনে বিধায়ক অখিল গিরি

পূর্ব মেদনীপুর জেলার রামনগর ১ ব্লকের নরিহা সংসদে নবনির্মিত নরিহা শিশু আলয় এর শুভ দ্বারোদঘাটন হল। ফিতা কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ দ্বারোদঘাটন করেন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরন সার, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র সহ উত্তরের নেতৃত্ববৃন্দ অঙ্গনওয়াড়ি ও কর্মী শিশু ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা বৃন্দ। বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্য সরকারের উদ্যোগে শিশু ও নারী কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় আজকে বৃহস্পতিবার নারিহা শিশু আলয় এর নতুন ভবনের উদ্বোধন হলো। অঙ্গনওয়াড়ি একটা ক্লাব ঘরে চালানো হচ্ছিল। জায়গা পাওয়ার পরে ১৩ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ হয়েছে। রামনগর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরন সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আজকের সকালে আমরা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশু আলয় উদ্বোধন করলাম, এটাকে নিয়ে মোট ১১২ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন তৈরি হল রামনগর ১পঞ্চায়েত সমিতি এলাকার ৯ টি গ্রাম পঞ্চায়েতে।

Related News

Also Read