রত্নাজোড় এ দুটি বাইকের সংঘর্ষে মৃত ১ - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৯শে আষাঢ়, ১৪৩২ রবিবার ( ১৩ই জুলাই, ২০২৫ )

রত্নাজোড় এ দুটি বাইকের সংঘর্ষে মৃত ১

আজ শুক্রবার সকাল দশটা নাগাদ ভগবানপুর ২ ব্লকের অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের রত্নাজোড় বাসস্ট্যান্ডে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক ব্যক্তির।

মৃত ব্যক্তি ব্লকের মারিশদা থানার ভাঁইটগড় গ্রামের বাসিন্দা স্বদেশ যিনি ইটাবেড়িয়া মা অঞ্জলি রাইস মিলের গাড়ির ড্রাইভার বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে রত্নাজোড় বাসস্ট্যান্ডের কাছে অপর দিক থেকে আসা বেপরোয়া গতির বাইকের ধাক্কা লাগে।

তার জেরে দুটি বাইক ছিটকে পড়ে রাস্তার উপরে। দুটি বাইক চালকের মধ্যে একজন ঘটনাস্থলে প্রাণ হারায় । অপরদিকে এক ব্যক্তি খেজুরগাছিয়া গ্রামের শশাঙ্ক বরের ছোট ছেলে যাকে আশঙ্কাজনক অবস্থায় কাঁথি মহকুমা হসপিটালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের মতে বেপরোয়া গতি এই প্রাণহানির কারণ। স্থানীয়দের দাবি বাইক ও যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হোক।

Related News

Also Read

04:30