Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

ডেঙ্গু প্রতিরোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবিতে ডেপুটেশন।

পূর্ব মেদিনীপুর জেলায় ভয়াবহ ডেঙ্গু আক্রমণ মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ, তমলুক জেলা হাসপাতাল এবং জেলার সমস্ত সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন এবং জেলার বন্যা ও জলবন্দী পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের তৎপরতা সহ এগার দফা দাবীতে আজ সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও তমলুক স্বাস্থ্য জেলার আধিকারিকের কাছে বিক্ষোভ-ডেপুটেশন দেওয়া হয়।

অন্যান্য দাবিগুলির মধ্যে অন্যতম হোল-ডেঙ্গু প্রতিরোধে সানিটেশন সহ কিডস ও রক্ত সরবরাহের ব্যবস্থা, হাসপাতালে নিয়মিত প্যাথলজি,এক্স রে, ই সি জি’র ব্যবস্থা,বর্হিবিভাগে ডাক্তারদের নির্ধারিত সময়ে উপস্থিতি, হাসপাতাল চত্বরে অসামাজিক কার্যকলাপ বন্ধ সহ স্যানিটেশন ও নিকাশী ব্যবস্থার উন্নয়ন, নূতন ভবনের আউটডোর দ্রুত চালু প্রভৃতি।


কর্মসূচী উপলক্ষে তমলুক শহরে একটি মিছিল হয়। সি.এম.ও.এইচ. ও তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ দাবীর সাথে সহমত পোষণ করেন।এবং তাঁদের ক্ষমতামত দাবিগুলি পূরণের আশ্বাস দেন। কর্মসূচীতে নেতৃত্ব দেন, সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার যুগ্ম আহ্বায়ক ডা: রামপদ সাঁতরা,প্রনব মাইতি এবং ডা: রমেশ গিরি ও ডা: জয়দেব ঘড়া।

Related News

Also Read