পূর্ব মেদিনীপুর জেলায় ভয়াবহ ডেঙ্গু আক্রমণ মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ, তমলুক জেলা হাসপাতাল এবং জেলার সমস্ত সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন এবং জেলার বন্যা ও জলবন্দী পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের তৎপরতা সহ এগার দফা দাবীতে আজ সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও তমলুক স্বাস্থ্য জেলার আধিকারিকের কাছে বিক্ষোভ-ডেপুটেশন দেওয়া হয়।
অন্যান্য দাবিগুলির মধ্যে অন্যতম হোল-ডেঙ্গু প্রতিরোধে সানিটেশন সহ কিডস ও রক্ত সরবরাহের ব্যবস্থা, হাসপাতালে নিয়মিত প্যাথলজি,এক্স রে, ই সি জি’র ব্যবস্থা,বর্হিবিভাগে ডাক্তারদের নির্ধারিত সময়ে উপস্থিতি, হাসপাতাল চত্বরে অসামাজিক কার্যকলাপ বন্ধ সহ স্যানিটেশন ও নিকাশী ব্যবস্থার উন্নয়ন, নূতন ভবনের আউটডোর দ্রুত চালু প্রভৃতি।
কর্মসূচী উপলক্ষে তমলুক শহরে একটি মিছিল হয়। সি.এম.ও.এইচ. ও তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ দাবীর সাথে সহমত পোষণ করেন।এবং তাঁদের ক্ষমতামত দাবিগুলি পূরণের আশ্বাস দেন। কর্মসূচীতে নেতৃত্ব দেন, সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার যুগ্ম আহ্বায়ক ডা: রামপদ সাঁতরা,প্রনব মাইতি এবং ডা: রমেশ গিরি ও ডা: জয়দেব ঘড়া।