Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। পাঁশকুড়া বাজারের বিল্ডিং এর চাঙ্গড় খুলে বিপত্তি ।।

বুধবার রাত্রে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বাজারের ওপর অবস্থিত বিল্ডিং এর একাংশ আচমকা ভেঙে পড়ে। এর জেরে আতংক ছড়ায় এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিদর্শন করেন পাঁশকুড়া পৌরসভার কাউন্সিলর সমীরুদ্দীন।

জানা গেছে যেই মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে সেই সময় তেমন কেউ না ঘটনাস্থলে ছিলো না ।তাই হতাহতের ঘটনা ঘটেনি, সামান্য আহত হয়েছেন এক ব্যক্তি।

স্থানীয়রা জানিয়েছেন
দীর্ঘদিন ধরে একটু একটু করে ফাটল ধরে খসে পড়ছিল ওই বিল্ডিং এর চাঙর। গতকাল রাত ১০টা নাগাদ আচমকাই ভেঙে পড়ে।ফলে আতঙ্কবোধ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা বলেন বাজার চলাকালীন এমন ঘটনা ঘটলে কি হবে ।তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান কাউন্সিলর।

Related News