খেজুরি থানা এলাকায় ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৭ যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আট দিন পুলিশ হেফাজতের পর সোমবার পুনঃরায় কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিনের আবেদন নাকোচ করে জেল হাজতের নির্দেশ দেন। অভিযোগ গত ২ জানুয়ারি দক্ষিণ কলমদানা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে ৬ দুষ্কৃতকারী কে গ্রেফতার করে।
ধৃত পটাশপুর থানার সাশতমালের জামুয়ালছিনপুর এর বাসিন্দা আলেম খান, রতন দলাই, পটাশপুর থানার ব্রাহ্মণবাড় এলাকার বাসিন্দা শ্রীতেশ শাসমল, খেজুরি থানার শিল্যাবেড়িয়ার শ্যামপুরের বাসিন্দা মিন্টু ডাকুয়া, কাঁথি থানার ফুলেশ্বর গ্রামের বাসিন্দা সমীর দাস, মারিশদা থানার কানাইদিঘি গ্রামের বাসিন্দা তাপস শাসমল গত রবিবার গ্রেফতার করে সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তাদের জিজ্ঞাসাবাদ করে তালপার্টি থানার বোগা এলাকার কয়েলচক গ্রামের বাসিন্দা স্বপন দলাইকে গ্রেফতার করে। তাকেও সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।
