গাঁজা পাচারকারীর মূল পান্ডাকে উত্তর ২৪ পরগনার বাগদা থেকে গ্রেফতার করে বড়সড় সাফল্য অর্জন করলো এগরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গত ২৬ জুন এগরা থানার ষড়ং বাসস্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে ২১৫ কেজি গাঁজা উদ্ধার করে পাঁচজনকে গ্রেফতার করেছিল এবং দুটি গাড়ি আটক করেছিল এগরা থানার পুলিশ এবং নারকোটিক বিভাগের আধিকারিকগ।
সেই থেকে তদন্ত চলছিল গাঁজা পাচারকারীর মূল পান্ডাকে গ্রেফতারের জন্য। গোপন সূত্রে খবর পেয়ে এগরা থানার পুলিশ উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায় অভিযান চালিয়ে মামা ভাগ্নে এলাকার নওদাপাড়ার বাসিন্দা বাপি মণ্ডল কে গ্রেফতার করে।রবিবার ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Post Views: 57





