Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

পটাশপুরে নেহেরু সমবায়ে বিনা নির্বাচনেজয়ী তৃণমূল

পটাশপুরে নেহেরু সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় তৃণমূল কংগ্রেসের জয় কার্যত আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই জয়ের আনুষ্ঠানিক ঘোষণা হতেই গোটা এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। বিজয় মিছিল, ঢোল-বাদ্য, উচ্ছ্বাস—সব মিলিয়ে পটাশপুরে যেন উৎসবের মেজাজ।

প্রতিদ্বন্দ্বীহীন লড়াইকে নিজেদের সংগঠনের শক্তি ও জনভিত্তির প্রকাশ বলেই দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের মতে, সমবায়ে এই দাপুটে জয় আগামী দিনের আরও শক্ত ভিত গড়ে তুলতে সাহায্য করবে। দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাসও বাড়ছে বলেই মত তৃণমূল শিবিরের।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর ২ ব্লক তৃণমূল সভাপতি মানস রায়, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি সত্যেশ্বর নন্দী, রাজ্য সমবায় ইউনিয়নের ডিরেক্টর গোলকেশ নন্দ গোস্বামী, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূরবী মাইতি, দিলীপ রায়, মলয় রায়-সহ অন্যান্য নেতৃত্ব। তাঁদের উপস্থিতিতে বিজয়-উৎসব আরও জমে ওঠে।

Related News

Also Read