Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সভাপতি:টসে জয়ী বিজেপি।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতি সভাপতির চেয়ার দখল করলো বিজেপি।তবে সহ সভাপতি হয়েছে তৃমমূলের।

নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতিতের ৩০টি আসন।এর মধ্যে বিজেপির ১৫ জন এবং তৃণমূল কংগ্রেসের ১৫ জন সদস্য জয়ী হয়েছিলেন। আজ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ছিল নন্দীগ্রাম ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে।

সূত্রে খবর সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ১৫টি ভোট এবং বিজেপির প্রার্থী ১৫টি ভোট পায় ।এর পরেই সভাপতি নির্বাচনের জন্য টস করা হয়। টসে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি আসনের প্রার্থী শ্যামল সাহু জয়ী হয়।জয়ের পরেই উল্লাসে মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা।

পরে সহ সভাপতির আসনে তৃনমূলের জয়ন্তী মন্ডল টসে জয়ী হয়েছে।তার পরেই উল্লাসে মাতে তৃনমূল কর্মীরা

Related News

Also Read