Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

এগরায় বিধায়কের বিজয়া সম্মেলনী  

পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভায় শারদোৎসবের সকলকে মিলিত করার উদ্দেশ্যে বিজয়া সম্মেলনীর আয়োজন করেন বিধায়ক তরুণ কুমার মাইতি। আবারও মিলনের এক সুন্দর বার্তা নিয়ে এলোন তিনি।ভালোবাসা, ঐক্য ও সম্প্রীতির এই উৎসবই বাংলার শক্তি।রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে রবিবার এগরার বিধায়কের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী।

অনুষ্ঠানে উপস্থিত এগরা বিধানসভার বিধায়ক ও কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান তরুণ কুমার মাইতি, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পিযুষ কান্তি পান্ডা , এগরা শহর সভাপতি জয়ন্ত সাউ , এগরা-২ ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারী- এগরা-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সত্য চক্রবর্তী অন্যান্য নেতৃত্ব।

দলীয় নেতা-কর্মী ও স্থানীয় মানুষের উচ্ছ্বাসে গা ভাসালেন। প্রাঙ্গণ ভরে উঠেছিল একতা ও সম্প্রীতির মেলবন্ধনে।

“মা-মাটি-মানুষ”-এর আদর্শে অনুপ্রাণিত এই বন্ধনই আমাদের পথপ্রদর্শক।

Related News

Also Read