পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভায় শারদোৎসবের সকলকে মিলিত করার উদ্দেশ্যে বিজয়া সম্মেলনীর আয়োজন করেন বিধায়ক তরুণ কুমার মাইতি। আবারও মিলনের এক সুন্দর বার্তা নিয়ে এলোন তিনি।ভালোবাসা, ঐক্য ও সম্প্রীতির এই উৎসবই বাংলার শক্তি।রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে রবিবার এগরার বিধায়কের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী।

অনুষ্ঠানে উপস্থিত এগরা বিধানসভার বিধায়ক ও কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান তরুণ কুমার মাইতি, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পিযুষ কান্তি পান্ডা , এগরা শহর সভাপতি জয়ন্ত সাউ , এগরা-২ ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারী- এগরা-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সত্য চক্রবর্তী অন্যান্য নেতৃত্ব।
দলীয় নেতা-কর্মী ও স্থানীয় মানুষের উচ্ছ্বাসে গা ভাসালেন। প্রাঙ্গণ ভরে উঠেছিল একতা ও সম্প্রীতির মেলবন্ধনে।
“মা-মাটি-মানুষ”-এর আদর্শে অনুপ্রাণিত এই বন্ধনই আমাদের পথপ্রদর্শক।





