জ্ঞান মঞ্চে লাস্য ডান্স একাডেমির বার্ষিক "লাস্যম"   - Ekhansangbad

Select Language

[gtranslate]
১৯শে আষাঢ়, ১৪৩২ বৃহস্পতিবার ( ৩রা জুলাই, ২০২৫ )

জ্ঞান মঞ্চে লাস্য ডান্স একাডেমির বার্ষিক “লাস্যম”  

ওডিসি ও ভরতনাট্যম নৃত্য শিল্পী অরিতা চ্যাটার্জীর নৃত্য প্রতিষ্ঠান লাস্য ডান্স একাডেমির প্রথম বার্ষিক অনুষ্ঠান “লাস্যম” কোলকাতার জ্ঞান মঞ্চে আয়োজন করা হলো ।

অনুষ্ঠানে একাডিমীর মোট ৪০ জন শিল্পী নৃত্য ওডিসি , কথক , ভরতনাট্যম , লোকনৃত্য , রেট্রো নৃত্য পরিবেশন করেন। শিল্পীরা একল ও দলগত নৃত্য পরিবেশন করেন। অতিথি শিল্পী শ্রাবনী দাশ ভরতনাট্যম নৃত্যের প্রস্তুতি দেন।

 

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে মন্ত্রী প্রসুন ব্যানার্জি , বিধায়ক অরূপ রায় , সুজয় ঠাকুর , শ্রাবণী দাস , সৌরভ মণ্ডল , অর্পিতা পাল প্রমুখ উপস্থিত ছিলেন ।

রাজীব চন্দ্র ও অর্পিতা চ্যাটার্জি মঞ্চ সঞ্চালনের ভূমিকায় পালন করলেন ।

Related News

Also Read

11:31