প্রতিবেশী এই মহিলার সাথে স্বামীর অবৈধ সম্পর্ক মেনে নিতে না পেরে প্রতিবাদ করায় অকালে প্রাণ গেল এক গৃহবধূর।
তার অবৈধ সম্পর্কের কেন প্রতিবাদ করবে এই প্রশ্ন তুলে নেশার ঘোরে স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করে স্বামী ।অভিযোগ পেয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ ।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া এলাকায়। মৃত স্ত্রীর নাম বুল্টি দাস (৩৬)। ঘটনায় অভিযুক্ত স্বামী শক্তিপদ দাসকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার রাত্রী ১০ টা নাগাদ স্বামীর সঙ্গে বচসা শুরু হয়। তারপর তা মারামারিতে পৌঁছায়। নেশার করে স্ত্রীকে লাঠির প্রহার দেয় স্বামী। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বুল্টি দাসকে পিংলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। রাতেই স্বামী শক্তিপদ দাসকে গ্রেফতার করে।
আজ অর্থাৎ বৃহস্পতিবার ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হলে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।