Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

কালী পুজো মণ্ডপের বক্স বাজানোকে কেন্দ্র করে খুন

 প্রদীপ কুমার সিংহ

 

কালীপুজোর মণ্ডপে রাতে বক্স বাজাতে অস্বীকার করায় এক যুবককে ছুরি দিয়ে খুন করে। খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে।মৃতের নাম সনাতন নস্কর। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর থানার কুস্তিয়া এলাকার ঘটনা। ঘটনায় গ্রেপ্তার ২।তদন্তে সোনারপুর থানার পুলিশ।

সোনারপুর থানার কুস্তিয়া এলাকায় একটি কালী পুজোতে ব্যক্তিগত বক্স বাজাছিলের সনাতন নস্কর। প্রতিবেশীর এক ব্যাক্তি হার্টের রুগী হওয়ার ওই বাড়ির এক মহিলার অনুরোধের কারণে , রাতে সাউন্ড সিস্টেম খুলে নিয়ে বাড়ি চলে যায়। সেই সময় অন্য প্রতিবেশী পিন্টু সাহা ও তার স্ত্রী এবং আরো দুজন সনাতনের বাড়ি গিয়ে পুজো মণ্ডপে বক্স বাজাতে চাপ দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সানাতনের পরিবারের সঙ্গে পিন্টু তার স্ত্রীর বচসা করেও ধস্তাধস্তি হয় । সনাতনের মা ও তার ভাইকে প্রথম মারধোর করে বলে অভিযোগ। পরে এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে সনাতনকে প্রথমে মারধর করে তারপর হঠাৎ ছুরি দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করে পিন্টু ও তার স্ত্রী অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর পিন্টু ও তার স্ত্রী রেখা সাহা এবং আরো দুজন ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা পিন্টু ও তার স্ত্রী রেখা কে ধরে ফেলে। অন্য দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় বাসিন্দারা পরে সোনারপুর থানা পুলিশের হাতে পিন্টু ও তার স্ত্রীকে তুলে দেয়। এই ঘটনার সঙ্গে পিন্টুর আরও দুই আত্মীয় জড়িত আছে বলে স্থানীয়দের অভিযোগ। গভীর রাতে সোনারপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ। দুজনকে গ্রেফতার করে এই ঘটনার সঙ্গে আরও যারা যুক্ত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পিন্টু সাহা ও রেখা সাহাকে সোনারপুর থানার পক্ষ জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মহামান্য আদালতের বিচারকের কাছে আবেদন জানায়।

Related News

Also Read