Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

একই গ্রামে ২ টি মন্দিরের তালা ভেঙে সব কিছুই চুরি,ক্ষুব্ধ গ্রামবাসী

প্রদীপ কুমার সিংহ

 

বারুইপুরে চুরিরহার আগের থেকে অনেক বেড়ে গেছে। যদিও মাঝে মাঝে প্রশাসন থেকে চোর ধরা হচ্ছে কিন্তু চুরি ঠিক চুরির জায়গায় আছে।

রাতের অন্ধকারের সুযোগে একই গ্রামের ২ টি মন্দিরের তালা ভেঙে সমস্ত কিছুই চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে দুষ্কৃতী দলের বিরুদ্ধে।রবিবার গভীর রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা অন্তর্গত বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্র পল্লী এলাকাতে।সোমবার সকালে মন্দিরের পুরোহিতরা মন্দিরে গিয়ে দেখতে পান যে দু’টি মন্দিরের গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুরোহিত গ্রামবাসীদের খবর দেয়। গ্রামবাসীরা ছুটে আসে মন্দিরগুলিতে। এসে দেখে রাধা গোবিন্দ মন্দির ও লোকনাথ মন্দিরের তালা ভাঙ্গা অবস্থায় মন্দিরের ভেতরে পিতলের বাসন, পিতলের গোপালের মূর্তি সহ সোনার গহনা চুরি হয়। ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন এলাকার মানুষ। রাধা গোবিন্দ মন্দিরের মধ্যে থাকা পিতলের গোপাল মূর্তি,পিতলের বড় বড় থালা, গামলা, ঘন্টা,কাশোর সহ অন্যান্য পূজার সামগ্রী, রুপার বাঁশি ও সোনার টিপ পর্যন্ত চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীর দল।সেই সঙ্গে প্রণামীর বাক্স ভেঙে ও নিয়ে যায় টাকা পয়সা।

পাশের লোকনাথ বাবার মন্দির ছিল সেখান থেকেও ওই একই সময়ে মন্দিরের লোহার গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে পিতলের বাসন-কোষন সহ পূজার সামগ্রিক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতি দল। এই মন্দিরে ও পিতল কাঁসার থালা গামলা ঘন্টা সহ বিভিন্ন পূজা করার সামগ্রিক ছিল। সেগুলি সব চুরি করে সেই সঙ্গে প্রনামির বাক্স ভেঙে তার মধ্যে টাকা-পয়সাও চুরি করে নিয়ে যায় দুঃস্কৃতির দল। দুটি মন্দিরে বাসন-কোসন ও সোনার গহনা এবং গোপালের মূর্তি পূজা করা সামগ্রিক প্রায় লাখ খানেক টাকা মতো চুরি গেছে বলে অনুমান করছে গ্রামবাসীরা। পাশাপাশি দুটি মন্দির চুরির ঘটনায় সোমবার গ্রামবাসীরা বারুইপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।বারুইপুর থানার পুলিশ এই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News

Also Read