Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

সাত সকালে ইলেকট্রিকে পোস্টে আগুন 

প্রদীপ কুমার সিংহ

মঙ্গলবার সকালে ইলেকট্রিক পোস্টে আগুন দেখে ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বারইপুর পৌরসহ পাঁচ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া বিবিমাতলা এলাকায় মঙ্গলবার সকালে !

সাত সকালে ইলেকট্রিক পোস্টে আগুন লাগে! স্থানীয় সূত্রে খবর ৫ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া বিবিমা তলার একটি পোস্টে হঠাৎ পৌনে নটা নাগাদ আগুন লাগে !এই নিয়ে এলাকা আতঙ্ক ছড়ায় !স্থানীয় বাসিন্দারা প্রথমে ওয়ার্ড কাউন্সিলরকে খবর দেয়, তিনি বারুইপুর ইলেকট্রিক সাপ্লাই বিভাগে ও দমকল বাহিনী বিভাগের কর্মীদের খবর দেয়।ইলেকট্রিক সাপ্লাইয়ের বিভাগের কর্মীরা ও দমকলবিভাগের কর্মীরা তড়িঘড়ি ছুটে আসে ঘটনার স্থলে !আধঘন্টা প্রচেষ্টায় আগুন নিভিয়ে দেয় !

দমকলে আধিকারিক ও স্থানীয় সূত্রে খবর ইলেকট্রিক পোস্ট এর শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। ইলেকট্রিক সাপ্লাইয়ের কর্মীদের এক ঘন্টা প্রচেষ্টায় ইলেকট্রিকের সরবরাহ হয় এলাকায় !তবে হতে হতে কোন খবর নেই !পোষ্টের কিছুটা ওয়ার হয়ে পূরে ছাই হয়ে যায়।

Related News

Also Read