গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র।একই ভাবে রবিবার সকাল থেকেও নিম্নচাপের জেরে দিঘা সমুদ্র উত্তাল আর তারই মাঝে কিছুটা ভাটা পড়তে বিকালবেলা দিঘা সমুদ্র সৈকতে উঠে এলো একটি মৃত ডলফিন।
মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়ে সেই জলজ প্রাণীকে দেখার জন্য প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে হুড়োহুড়ি পড়ে যায় পর্যটন শহর দিঘায়।
রবিবার বিকাল পাঁচটার নাগাদ নতুন দিঘায় ভেসে আসে একটি মৃত ডলফিন ।এলাকাবাসীর ধারনা সম্ভবত কোন লঞ্চ বা ট্রলারের আঘাত লেগে এই ডলফিনটার মৃত্যু হয়েছে।আরো জানা গেছে, মৃত এই ডলফিনটি লম্বা প্রায় সাড়ে তিন ফুট ।
Post Views: 18