Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

বাসের ধাক্কায় মৃত সাইকেল চালক

যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল এক  সাইকেল চালকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা সংলগ্ন মেচেদা হলদিয়া ৪১ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে হলদিয়া গামী হলদিয়া মেছোদা  যাত্রীবাহী বাস এক সাইকেল চালক রাস্তা পারাপার হওয়ার সময়  ধাক্কা মারেন। বাসের ধাক্কায় সাইকেল সহ সাইকেল চালক হরিপদ দাস (৪৭)ছিটকে পড়ে যায়। গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেচেদার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত  বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে জাতীয় সড়কের একটি লেন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ এবং ট্রাফিক বিভাগের আধিকারিকগন। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে সরিয়ে যানজট মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে।

ঘাতক বাসের চালক, হেল্পার, কন্ডাকটর গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে। মৃত সাইকেল চালাক কোলাঘাট ব্লকের শান্তিপুর গ্রাম পঞ্চায়েতের চকঘুলি গ্রামের বাসিন্দা এবং কোলাঘাট থার্মাল পাওয়ারের কর্মী। এই ঘটনা এলাকার শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত করতে শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ।

Related News

Also Read