Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

কাজলা জনকল্যাণ সমিতিতে ১০০০ চাষীকে সব্জি বীজ বিতরণ।

কাজলা জনকল্যাণ সমিতি ও মগরাহাট ২নং ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আজ ১০০০ চাষীকে সব্জি বীজ বিতরণের কাজ শুরু হলো। বিগত কয়েক মাস ধরে কাজলা জনকল্যাণ সমিতি মগরাহাট ২নং ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতে জৈব প্রযুক্তি ব্যবহার করে চাষবাসের কর্মসূচি শুরু করেছে। ১০০০ চাষী ও বাগানীদের নিয়ে ৩০টি চাষী দল গঠন করে তাদের জৈব পদ্ধতিতে চাষবাসের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।


প্রত্যেক চাষীকে কোদাল, নিরানী ও বীজ ফেলার ট্রে প্রদান করা হয়েছে।আজ থেকে চাষীদের টমেটো, বেগুন, লংকা, বিন, বরবটি, লাউ, কুমড়া, নটে শাক, পালং শাক, খসলা শাক, ধনে, মুলা, ইত্যাদি ১২ ধরনের বীজ প্রদান করা হলো।

এই বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমৃত কুমার মন্ডল ও উপ প্রধান জুলফিকার আলী মন্ডল এবং কাজলা জনকল্যাণ সমিতির জেলা কো অর্ডিনেটর বিবেকানন্দ সাহু প্রমুখ।

Related News

Also Read