Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

বিনামূল্যে  স্বাস্থ্য পরীক্ষা শিবির

প্রদীপ কুমার সিংহ :-  বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির হলো । একটি স্বেচ্ছাসেবীর সংস্থা রেগুলার সেকুলার ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্যশিবির  হয় দক্ষিণ ২৪ পরগনা জেলা বারুইপুর থানার অন্তর্গত  সীতাকুন্ডু এলাকায়। বারুইপুর রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা দেব সহ অন্যান্য বিশিষ্ট ডাক্তার বৃন্দের  দ্বারা উদ্বোধন হয় এই স্বাস্থ্য পরীক্ষার শিবিরটি। এই শিবের উদ্যোক্তা ডক্টর এম আর হাসানের সঙ্গে কথা বলে জানা যায় দু:স্থ মানুষদের জন্য  বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। তিনি আরো বলেন এখানে নার্সদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে প্যারামেডিকেল কোর্স এর প্রশিক্ষণ শিবির করা হয়। সেই সঙ্গে এখানে হস্ত কুটির শিল্পের প্রশিক্ষণ শিবির করা হয়েছে। সেইসঙ্গে  দর্জির প্রশিক্ষণ এখানে দেওয়া হবে।


তিনি আরো বলেন এখনো পর্যন্ত কুড়ি জন নার্স প্রশিক্ষণ নেওয়ার জন্য শিবিরের  ভর্তি হয়েছে।

Related News

Also Read