Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

।। পুজো প্রস্তুতি ও সংবর্ধনা সভা ।।

আসন্ন বাসন্তী পুজো ও সংহতি উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। খেজুরী-১ ব্লকের দেউলপোতা গ্রাম্য গোষ্ঠী আয়োজিত বাসন্তী মেলা ও সংহতি উৎসব ৫০তম বর্ষে পদার্পণ করতে চলেছে।

শুক্রবার খেজুরী-১ ব্লকের দেউলপোতা ক্লাব সংলগ্ন স্থানে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫০তম বর্ষে মেলা ও সংহতি উৎসবের প্রস্তুতি বিষয়ে সদস্য-সদস্যাদের নিয়ে আলোচনা হয়।



পাশাপাশি সংস্থার তরফে এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয় খেজুরী-১ ব্লকের বিডিও পার্থ হাজরা, বারাতলা পুলিশ ফাঁড়ির আধিকারিক আশীষ দাসকে।

এদিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোষ্ঠীর সভাপতি নির্মল পাত্র। ক্লাব সম্পাদক তনুজ বেরা, সহ সম্পাদক তরুনাভ দাস, সোমনাথ সামন্ত সহ ক্লাবের সকল সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সদস্য তথা শিক্ষক সোমনাথ সামন্ত।

Related News

Also Read