ইংরেজী নতুন বছরের শুরুতেই সাধারন মানুষের মধ্যে পথ সচেতনা বাড়াতে উদ্যোগী হল প্রশাসন।তাই সাত দিন ধরে অর্থাৎ গত ১১ জানুয়ারী থেকে আজ ১৭ জানুয়ারী পর্যন্ত সপ্তাহব্যাপী পথ সুরক্ষা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিলো। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের থানার সোনাপেত্যা টোল প্লাজার পাশে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই উদ্যোগের সমাপ্তি হল।
পথ সপ্তাহ সচেতনতা কর্মসূচীর সমাপ্তি উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা বার্তা দিয়ে পদযাত্রা করা হয়। এলাকার বাসিন্দা ও পথ চলতি মানুষদের বিনাব্যয়ে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
এদিন এই পথসভার পাশাপাশি অনুষ্ঠিত হয় বিনা ব্যয়ে চক্ষু শিবির ও ৪১ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে হেলমেট বিহীন বাইক আরোহীদের বিনে পয়সায় হেলমেট প্রদান সহ সচেতনতা আর বার্তা দিয়ে ও বাসে ট্রাকে লিফলেট বিলি মাধ্যমে।
সমগ্র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের এস ডি পি ও সাকিব আহমেদ, কোলাঘাট ও পাঁশকুড়ার সি আই পরিমল সাহা, তমলুকের ট্রাফিক ও সি, টোলপ্লাজা ইনচার্জ এমডি মাসাউর আলম, ঈগল কোম্পানির প্রজেক্ট ম্যানেজার মধুসূদন রাও ও শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমরনাথ ঘড়া, রঘুনাথপুর ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান তারকনাথ জানা সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।