প্রদীপ কুমার সিংহ:-গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বারুইপুর ও ক্যানিং বর্ডারের বেলেগাছির কাছে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান সাটার বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ। আটক করা হয়েছে একটি স্কুটি।
ধৃতদের নাম মদন মন্ডল, বাড়ি ক্যানিং থানা রাজাপুর এলাকায় ও লব সরদার বাড়ির বারুইপুর থানা অন্তর্গত দক্ষিণ বেলেগাছি এলাকায়। ধৃতদের বিরুদ্ধে ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।
এদিন বারুইপুর থানায় সাংবাদিক বৈঠক করে এসডিপিও ইন্দ্র বদন ঝাঁ বলেন,কোথা থেকে এই বন্দুক পেল এবং কি কারণে বন্দুক নিয়ে তারা ঘুরছিল ধৃতরা, তা জানার চেষ্টা করবে তদন্তকারী অফিসাররা।

Post Views: 40





