পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দপ্তরের উদ্যোগে তমলুক এর নোনাকুড়িতে পানচাষী ও আড়ৎদারদের জন্য এক গুরুত্বপূর্ণ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
রাজ্য সরকারের মন্ত্রী বেচারাম মান্না , পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক, জেলা শাসক পূর্ণেন্দু মাঝি , তমলুক বিধানসভার বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, তমলুকের মহকুমা শাস সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও অন্যান্য আধিকারিক বৃন্দ।
এই কর্মসূচিতে পানচাষীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয়। আধুনিক চাষাবাদ পদ্ধতি, বিপণনের সুযোগ ও সরকারি সহায়তার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সরকার ও কৃষিজীবীদের যৌথ উদ্যোগে পানচাষের ভবিষ্যৎ আরও সুদৃঢ় করার বার্তা উঠে আসে এই শিবির থেকে।

Post Views: 11