পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় বেড়াতে এসে স্বামীর সাথে কথা কাটাকাটির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা।ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে।
জানা গেছে উত্তর২৪ পরগনা এলাকার বাসিন্দা সুভাষ রায় ও তাঁর স্ত্রী দীপাঞ্জলী রায় দিঘায় বেড়াতে আসেন।নতুন দিঘার এক বেসরকারি হোটেলে উঠে এই দম্পতি।
সোমবার সন্ধ্যায় এই দম্পতির মধ্যে কোন বিষয় নিয়ে তর্ক বাঁধে।এর পরেই ক্ষিপ্ত হয়ে হোটেলের রুম থেকে বাহিরে বেরিয়ে যান সুভাষ বাবু ।
কিছুক্ষন পরে সুভাষ রায় হোটেলের রুমে ফিরে দেখেন সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে দীপাঞ্জলী রায় (৫৫)।সুভাষ বাবুর চিৎকার শুনে হোটেলের কর্মীরা দৌড়ে আসে ।সিলিং ফ্যান থেকে ঝুলন্ত এই মহিলার দেহ নামিয়ে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই দম্পতির এক ছেলে রয়েছে বলে জানা গেছে।
দিঘা মোহনা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।